• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

ধামরাই ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী ফজিলত খান ইন্তেকাল

  • ''
  • প্রকাশিত ০৫ মে ২০২৪

ধামরাই( ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাই পৌরসভায় ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফজিলত খান নিজ বাসভবনে অসুস্থ হলে শনিবারে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যু কালে বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে ধামরাই পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা,ধামরাই থানার বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, থানা বিএনপিরসাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র সভাপতি আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন ও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।গত শনিবার বাদ জোহর নামাজের শেষে ধামরাই ঈদগাঁ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় জানাজা অংশ গ্রহন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান,ধামরাই থানার বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, থানা বিএনপি সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর ভারপ্রাপ্ত সিনিয়র সভাপতি আতিকুর রহমান সহ ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ।

মরহুমের জানাজা শেষে ধামরাই পৌরসভা কুমড়াইল কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads